দুদকের ভয়ে কর্মস্থলে অনুপস্থিত এলজিইডি’র ইঞ্জিনিয়ার

জুলাই ০২ ২০২৫, ২০:২১

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের চাপে কয়েকমাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন পিরোজপুর এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ফজলে রাব্বী।

একটি বিল কাগজে স্পষ্টিকরণ স্বাক্ষর নিয়ে দুদক অনুসন্ধান শুরু করলে দুই অফিসের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এতে মঠবাড়িয়া উপজেলা সহ পিরোজপুর জেলার ৭ উপজেলায় ঠিকাদারদের বাস্তবায়নাধীন কাজের বিল আটকে যায়। সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রনজিত দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আত্মগোপনে থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছেন।ধারনা করা হয় তিনি ভারতে পালিয়ে গেছেন।

তার অনুপস্থিতিতে ফজলে রাব্বী বিল কাগজে স্পষ্টিকরণ স্বাক্ষর করলে বিষয়টি দুদকের নজরে আসে।কিন্তু দুদকের কথাবার্তায় ওই প্রকৌশলী বিব্রতবোধ করেন এবং চাকরি করার অনিহা প্রকাশ করেন।

ওইদিন তিনি অনেকটা উত্তেজিত ও রাগান্বিত হয়ে অফিস থেকে বেরিয়ে যান বলে জানিয়েছেন এলজিইডি অফিসে কর্মরত একাধিক কর্মচারী। তবে দুদকের হুমকি ও চাপ বলতে নেতিবাচক একটি দিক নিয়ে গুঞ্জন রয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর দুদকের একজন সহকারী পরিচালকের সাথে কথা বলতে পারলেও কর্মস্থলে অনুপস্থিত থাকা ওই প্রকৌশলীর সাথে কথা বলা সম্ভব হয়নি।

দুদকের সহকারী পরিচালক জানান, আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকা।কেউ যদি এটাকে হুমকি বা চাপ মনে করে তাহলে আমাদের কিছু করার নেই।