বিএনপিকে ঢেলে সাজাতে আসছে নতুন কমিটি

শীঘ্রই বরিশালের ৬ জেলায় সম্মেলন

নভেম্বর ২৯ ২০২৪, ১১:১০

ফাহিম ফিরোজ!! দলকে শক্তিশালী ও নতুন করে ঢেলে সাজাতে দ্রুত সময়ের মধ্যে জেলা, মহানগর, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড।

একই সাথে আগামী ৯০ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রাপ্ত নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। গত ২৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির চৌধুরী রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়ায় মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুকে সম্মেলনের মাধ্যমে বরিশাল বিভাগের অধীন মহানগর ও জেলা, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির পুনাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের সাথে বৈঠক করে অতিসত্ত্বর সম্মেলনের কার্যক্রম শুরু হবে।

এদিকে বিএনপির কমিটি গঠনের খবরে তোরজোড় শুরু হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মধ্য থেকে বাছাই করে কমিটি গঠনের দাবী জানিয়েছেন তারা। বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মী জানিয়েছেন, গত ১৫ বছরে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যে সব নেতাকর্মীর হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন কমিটি গঠনে তাদেরকে প্রাধান্য দেয়া হবে।

এক বিএনপি নেতা বলেন, হাসিনা অবৈধভাবে ক্ষমতা নেয়ার বিএনপির একজনকর্মীও শান্তিতে বসবাস করতে পারেনি। হামলা মামলার ভয়তে ঘর ছেড়ে পালিয়ে ছিলো। ৫ আগস্ট হাসিনার পতনের পরে নেতাকর্মীরা নতুনভাবে স্বপ্ন দেখছেন। দল তাদের মূল্যায়ন করবে এমনটাই আশা করেন তিনি।

জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে দলকে শক্তিশালী করতে বরিশাল বিভাগের ছয় জেলা, মহানগর, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের পুনাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে। গত ১৫ বছর ধরে জিমিয়ে পরা বিএনপিকে চাঙা করতে এই উদ্যোগ হাতে নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অপর এক বিএনপি নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসররা যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জন্য জেলা মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কমিটি গুলোকে শক্তিশালী ভাবে গঠন করা হবে।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, দলকে নতুনভাবে ঢেলে সাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। স্বৈরাচারী হাসিনা জনগণের যে ভোটাধিকার লুন্ঠন করেছে সেই অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নির্দেশিত পথে হাঠবে বিএনপি। আর দল গঠনের ক্ষেত্রে ত্যাগী নেতাদের বিকল্প নেই। আগামী সপ্তাহে সম্মেলন পূর্ব প্রস্তুতি সভা হওয়ার কথা রয়েছে। বরিশাল মহানগর বিএনপির সম্মেলনে আমরা তারেক রহমানকে প্রধান অতিথি হিসেবে দেখতে চাই।