কলাপাড়ায় চালু হলো অত্যাধুনিক মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার

নভেম্বর ৩০ ২০২৪, ১৯:৪৫

কলাপাড়া প্রতিনিধি !! দুর্যোগে মৃত্যুহার কমাতে পটুয়াখালীর কলাপাড়ায় চালু হলো দেশের সবচেয়ে অত্যাধুনিক মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার ও ক্যাটল শেল্টার। জাপান মোফার অর্থায়নে গুড নেইবারস জাপানের সহযোগিতায় শুক্রবার শেষ বিকালে বহুমুখী আধুনিক এ শেল্টার নির্মাণ করা হয়।

উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। সাগর ঘেষা কোমরপুর গ্রামে ৯০’র দশকের পর থেকে প্রতিটি দুর্যোগে জীবন ও সম্পদহানীর ঘটনা ঘটে। কিন্তু পাঁচ কিলোমিটারের মধ্যে সাইক্লোন শেল্টার না থাকায় ঝড় হলেই আতংকিত হয়ে পড়ে অন্তত দুই হাজার পরিবার। তাই এলাকার মানুষের নিরাপত্তায় চার কোটি টাকা ব্যয়ে তিনতলা শেল্টারটি নির্মাণ করা হয়।

এ উপলক্ষ্যে শেল্টারের অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশের হেড অব ইকোনোমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়ার সভাপতিত্বে শেল্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারসের এশিয়া অনুষ্ঠানে কলাপাড়ার এ অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের চাবি ও দলিল হস্তান্তর করেন গুড নেইবারসের কর্মকর্তারা।

গুড নেইবারসের কর্মকর্তা ও দাতা সংস্থার প্রতিনিধিরা বলেন, ৮৬০০ বর্গফুটের এ শেল্টারে সাতশর বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া নারী ও পুরুষদের আলাদা ইউনিটসহ সার্বক্ষণিক বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও ১৪টি রুমে থাকার সুযোগ পাবে আশ্রয় নিতে মানুষ।