বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি তৌফিক আলম

মে ১৩ ২০২৫, ২২:৩৭

স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সময়ের জন্য নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ তৌফিক আলম। মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস. এম. কাসেমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্বপর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব প্রদান করা হলো।’

ড. মোহাম্মদ তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।