১৫ বছর পর চালু হচ্ছে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম

মে ২৪ ২০২৫, ১০:৪১

filter: 104; fileterIntensity: 1.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (0.0, -0.16666667);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

ফাহিম ফিরোজ॥ অবশেষে দীর্ঘ ১৫ বছর পরে চালু হচ্ছে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম। ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে তিন জজ সহ ১১ জনকে। তবে এখন পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি বরিশাল মহানগর দায়রা জজকে। তাছাড়া আদালতের কার্যক্রমের স্থান (আবাসন) নির্ধারণ করা হয়নি। তাই কিছুটা বেগ পেতে হচ্ছে আদালতের কার্যক্রম চালুর জন্য।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের তিনজন জজ সহ ১১ জনকে নিয়োগ দেয় বিচার বিভাগ। এরা হলেন, অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ নাসির উদ্দিন, প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ মোঃ শিবলী নোমান খান, দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোঃ ইউসুফ আব্দুল্লাহ, আদালতের নাজির মোঃ বদরুল হাসান, বেঞ্চ সহকারী মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ আল আমিন, প্রধান তুলনা কারক মোঃ জাহিদুল ইসলাম, রেকর্ড কিপার মোঃ আলমগীর হোসেন ও সাটলিপিকার মোঃ সাইদুল ইসলাম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত নাজির মোঃ বদরুল হাসান বলেন, বরিশাল মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম চালুর জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৩ জন জজসহ ১১ জনকে নিয়োগ দেয়া হয়েছে। মহানগর দায়রা জজ নিয়োগ এবং বিচারিক আবাসন পেলেই কার্যক্রম শুরু হবে।

বিচারপ্রার্থী নাজমুস সানি বলেন, আজ ন্যায় বিচারের জন্য এক আদালত থেকে অন্য আদালতে যেতে হয়। বরিশাল মহানগর দায়রা জজ আদালত থাকলে একই ভবনে বিচারকার্য হতো। এতে হয়রানী ও অর্থ দুটোই সাশ্রয় হতো।

অপর এক বিচারপ্রার্থী শাহিন হাওলাদার বলেন, মহানগরীর সকল মামলার বিচারিক দায়িত্বে রয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। ফলে ন্যায় বিচারের জন্য দেরি হয়। তাই দ্রুত ন্যায় বিচারের জন্য বরিশাল মহানগর দায়রা জজ আদালত চালুর দাবী জানান।

জানা গেছে, বরিশাল আদালতে প্রতিনিয়ত বাড়ছে মামলার জট। ন্যায় বিচারের জন্য বেগ পেতে হয় বিচারপ্রার্থীদের। এর মধ্যে আবাসন সংকটের পাশাপাশি রয়েছে জনবল সংকটও।

সাইদুর রহমান নামের এক বিচারপ্রার্থী বলেন, এনআই ক্যাক্টের মামলা করেছিলাম ম্যাজিষ্ট্রেট আদালতে। এরপর মামলাটি বদলি হলো কয়েকটি আদালতে। বিচারকার্য করেছেন জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারক। তার অধীনস্থ মামলার পাশাপাশি নগরীর মামলাগুলোর বিচারিক দায়িত্বভার কাধে থাকায় অনেকটা দেরি হয় ন্যায় বিচার পেতে। তাই তিনিও দ্রুত সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম চালুর দাবী জানান।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, ২০০৯ সালে বরিশাল মেট্রোপলিটন গঠিত হয়েছে। দীর্ঘ বছরেও চালু হয়নি বরিশাল মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম। সাবেক সরকার বিচারবিভাগকে কুক্ষিগত করে রেখেছিলো। যে কারণে বরিশালে মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম চালু করেনি। আমরা চাই দ্রুত মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম চালু করা হোক। তিনি আরও বলেন, মামলা জট কমাতে হলে শুধু অবকাঠামো নয়, নতুন বিচারক নিয়োগ, এজলাস ও বসার ব্যবস্থাও বাড়াতে হবে। তাছাড়া মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম চালু হলে নগরবাসী দ্রুত ন্যায় বিচার পাবে। তাই মহানগর দায়রা জজ নিয়োগ এবং বিচারিক আবাসনের দাবী জানান তিনি।