সৌদিতে মাইক্রোবাস চাপায় পাথরঘাটার খোকন নিহত

মে ২৩ ২০২৫, ২০:২৭

পাথরঘাটা প্রতিনিধি : হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২১ মে) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল খারিজ সড়কের রাবেয়া হাসপাতালের সামনে এ ঘটনা।

নিহত মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি গত ১০ বছর ধরে সৌদি আরবে মিসরীয় মালিকানাধীন একটি ক্যামিকেল কোম্পানিতে চাকরি করতেন।

সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। পরে ছুটি শেষে মার্চ মাসে আবার সৌদি আরব যায়। তার তের বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত সুলতান হাওলাদারের স্ত্রী আয়েশা সিদ্দিকা জানান, কয়েকদিন আগে তার হার্নিয়া অপারেশন হয়েছে। বুধবার দুপুরে ড্রেসিং করার জন্য হাসপাতালে যাবে বলে জানিয়েছিল। কিন্তু রাত ১১টার দিকে সৌদি আরব থেকে ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবিও জানান স্ত্রী আয়েশা সিদ্দিকা।

সৌদি পুলিশের বরাত দিয়ে মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদারের সহকর্মী আব্দুর রহমান মোল্লা নামে একজন জানান,‌ হাসপাতালে প্রবেশের সময় একটি মাইক্রোবাস খোকনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে রেখেছে। সুলতান একটি মিশরীয় ক্যামিকেল কোম্পানিতে চাকরি করতেন। মরদেহ দেশে পাঠানোর জন্য কোম্পানিটির সঙ্গে কথাবার্তা চলছে।