নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

মে ২৩ ২০২৫, ২০:৩৫

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ২৫ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। বৃহস্পতিবার ( ২২মে) সন্ধ্যায় নলছিটি থানা পুলিশের এস আই করুন বিশ্বাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইতি আক্তার রঞ্জু (৩০) নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন, আটককৃত ওই নারীকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।