পাথরঘাটায় বাস থেকে পৌনে এক টন সামুদ্রিক মাছ জব্দ

মে ২৭ ২০২৫, ১৮:৫৩

বরগুনা প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র থেকে শিকার করা পৌনে এক টন (৭৫০ কেজি) সামুদ্রিক মাছ বরগুনার পাথরঘাটায় জব্দ করেছে মৎস্য বিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার তালতলা বাস টার্মিনাল এলাকায় চারটি বাস থেকে মাছগুলো জব্দ করা হয়।

জব্দ করা মাছের কিছু অংশ স্থানীয় এতিমখানায় দান করা হয় এবং বাকি মাছ ১ লাখ ৪০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

মৎস্য বিভাগ জানায়, বর্তমানে সমুদ্রে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তবে কিছু অসাধু জেলে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সমুদ্রে মাছ শিকার করছে।

পরে এসব মাছ গোপনে পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জব্দ করা হয় নিষিদ্ধ সময়ে শিকার করা মাছ।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। তারপরও কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে।

আমরা তাদের মাছ ধরা পুরোপুরি প্রতিহত করতে না পারলেও শিকার করা মাছ জব্দ করতে সক্ষম হচ্ছি। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’