ঢাকায় থেকেও বরিশালের ডাকাতি মামলায় আসামি

মে ২৮ ২০২৫, ১৮:০২

স্টাফ রিপোর্টার : ঘটনার সময় ঢাকায় থেকেও জিয়া মঞ্চের বরিশাল জেলা শাখার সহ-সভাপতিকে ডাকাতি মামলায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে মিন্টু বেপারী নামের ওই ব্যক্তিকে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের।

আজ বুধবার দুপুরে ওই গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে মিন্টু বেপারীর স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে মিন্টু ঢাকায় পরিবহন ব্যবসা করে আসছে। এছাড়া তিনি জিয়া মঞ্চ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত রবিবার (২৫ মে) পারিবারিক কাজে বরিশাল আসলে পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করে ডাকাতি মামলায় জড়িয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

চাঁদপুরা ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক নাছির মোল্লা বলেন, গত (২১ মে) ঘটনার সময়ে মিন্টু বেপারী ও আমি ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। তাকে পরিকল্পিতভাবে ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে।

মিন্টু বেপারীর ভাইর ছেলে জুম্মান বেপারী বলেন, তার চাচার সাথে জমিজমা নিয়ে কতিপয় ব্যক্তির দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে ষড়যন্ত্রমূলকভাবে পুলিশ দিয়ে ডাকাতি মামলায় জড়িয়ে দিয়েছে। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তিনি (জুম্মান) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

মিন্টু বেপারীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, ঘটনার দিন আমার স্বামী ঢাকায় ছিলেন। স্থানীয় কয়েকজনের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। তারাই পরিকল্পিতভাবে সন্দেহভাজন হিসেবে আমার নিরপরাধ স্বামীকে ফাঁসিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করছি।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ মে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের মহিউদ্দিন লিটন মোল্লার বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় মহিউদ্দিন লিটন মোল্লা বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে বাদী উল্লেখ করেন ডাকাতের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। কিন্তু ওই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত মিন্টু বেপারীর বয়স ৪০ বছরের ওপরে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (ইন্সপেক্টর) মো: দেলোয়ার হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের পরে বলা যাবে।