বাকেরগঞ্জ-বরগুনা সড়কে বড় বড় গর্ত, নিরব কর্তৃপক্ষ

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট স্ট্যান্ড থেকে শুরু হয়ে নিয়ামতি হয়ে বয়ে গেছে বরগুনা জেলার সঙ্গে সংযোগ সড়ক। পদ্মা সেতু চালুর পর থেকে এই সড়কে যানবাহনের পরিমাণ বেড়েছে কয়েক গুণ বেশি। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় সময় এই গর্তে যানবাহন পড়ে দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, বাকেরগঞ্জ – বরগুনা সড়কের নিউমার্কেট বাস স্ট্যান্ডে সংযোগ মুখে বৃষ্টির পানিতে হাঁটু সমান হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাসের পর মাস পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই সড়কের পূর্ব নিয়ামতি সড়কের মাঝখানে গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বরিশাল এলজিইডির তত্ত্বাবধানে থাকা সড়কটি মাঝেমধ্যে সংস্কার করা হলেও কিছুদিন যেতে না যেতেই আবার সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়।
স্থানীয়রা সড়কের গর্তের মধ্যে গাছের গুঁড়ি ফেলে রেখেছে যাহাতে পরিবহন চালকরা দূর থেকেই বুঝতে পারেন সড়কের মধ্যে বড় গর্তের সৃষ্টি হয়েছে। তারপরও রাত্রে যাতায়াতের ক্ষেত্রে প্রায় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। এলজিইডি থেকে মাঝে মধ্যে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই করছেন না বলে অভিযোগ স্থানীয়দের। সৃষ্টি হওয়া গর্তগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঢাকা, রাজশাহী, ফরিদপুরসহ জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সড়কটির নিউ মার্কেট থেকে শুরু করে নিয়ামতি বাজার পর্যন্ত বড় বড় গর্ত হয়ে যাওয়ায় অতিরিক্ত সময়ের পাশাপাশি ভোগান্তির শেষ নেই।
বরিশার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, বাকেরগঞ্জ নিয়ামতি বরগুনা সড়ক সরেজমিনে পরিদর্শন করে সড়কের ভাঙ্গন ও গর্ত রোধ করে রিপায়ার কাজ শিঘ্রই করা হবে।