উত্তাল সমুদ্র সৈকত, ৩ নম্বর সতর্ক সংকেত

মে ২৮ ২০২৫, ১৯:৪৫

কলাপাড়া প্রতিনিধি : দেশের উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ এবং কিছুটা উত্তাল রয়েছে সমুদ্র। আবহাওয়া অফিস বলছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী ৭২ ঘণ্টা কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তাই নদী ও সমুদ্রবন্দর এলাকার সবাইকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে পুরো উপকূল জুড়ে শুরু হয় বৃষ্টি। এ অবস্থায় পায়রাসহ অন্যান্য বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

ফরিদপুর থেকে কুয়াকাটায় বেড়াতে যাওয়া পর্যটক নাবিলা বলেন, পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা এসেছি বেড়াতে। কিন্তু এসেই টানা বৃষ্টির মধ্যে পড়লাম।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু জানান, সকাল থেকে আবহাওয়া কিছুটা খারাপ হয়েছে। তাই কুয়াকাটার সব দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের যাতায়াতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মাইকিং করে সাগরের গভীরে না যাওয়ার জন্য বলা হচ্ছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উত্তর-পশ্চিম বঙ্গপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।