রায়পুরে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মে ২৯ ২০২৫, ১৭:৪১

লক্ষীপুর (রায়পুর প্রতিনিধি) : লক্ষীপুরের রায়পুর উপজেলায় দুই দিন ব্যাপি ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় ইউপি সদস্য দেরকে নিয়ে রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ ও ২৭ মে) দুই দিন ব্যাপি উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগারা সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন ভুইঁয়া, উপজেলা সমন্বয়কারী মোঃ ছফিউল্লাহ এবং ইউ আর টি সদস্যবৃন্দরা।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মো: নিজাম উদ্দিন ভুইঁয়া বলেন, এই প্রশিক্ষণ গ্রাম আদালতকে আরো সক্রিয় করবে। ইউপি সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করবে ও উচ্চ আদালতে মামলার জট নিরসন হবে।