হিজলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল

মে ৩০ ২০২৫, ১৯:২১

হিজলা প্রতিনিধি : বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর হিজলা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান গৌরাব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান জমদ্দার হিজলা উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক জহিরুল হক নবু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহে আলম প্যাদা ও মীর মাহফুজুর রহমান এলিট হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবউল্লাহ বেপারী, ইব্রাহিম মুন্সি, রাজা ভুইয়া ও কাজী নাঈম বিএনপি নেতা রফিক ভুইয়া আলী শহিদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ওমর হাওলাদার ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:

কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাঘা নবগঠিত হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সুমন মাতুব্বর, আব্বাস উদ্দিন সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান দেওয়ান আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।