কলাপাড়ায় পানিবন্দী ৩৪০ পরিবার

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের ৪০ পরিবার দুই দিন ধরে পানিবন্দী হয়ে আছেন। আবাসনের ব্যারাকের মাঝখানের চলাচলের সড়ক দিয়ে ওখানকার আশপাশের পানি চলাচল করছে।
বৃহস্পতিবার সকাল থেকে এমন জনদূর্ভোগে আছেন এসব পরিবারের মানুষ। তাদের আবাসনের রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে। একই দুরাবস্থায় পড়েছেন মাঝের হাওলা গ্রামের ৩০০ পরিবার। তাদের গ্রামের রিং বেড়িবাঁধ জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এসব মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
নিম্নচাপের প্রভাবে পানিবন্দী হয়ে পড়েছেন। দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা ও জরুরি সহায়তার দাবি জানিয়েছেন এসব ভুক্তভোগী পরিবার। এসব পরিবারের অনেকের দুপুরের রান্না হয়নি। চরম বিপাকে পড়েছেন এসব মানুষ।
এছাড়া বেড়িবাঁধের বাইরের পশ্চিম লোন্দা গ্রামের ২৫০ পরিবার গত দুই দিন ধরে অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে দুই দফা ভাসছে। এসব পরিবারের সদস্যরা রাতদিন আতঙ্কে থাকছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম জানান, এসব পরিবারের খোঁজ-খবর নিয়ে আগমিকাল সকাল থেকে শুকনা খাবার সহায়তা দেওয়া হবে।