বরিশালের মোহাম্মদপুরে হামলা ভাঙচুর, আহত ৮

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর মোহাম্মদপুরে দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (৩১ মে) সকাল ৯ টার দিকে নগরীর ৫ নং ওয়ার্ডের মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা নগরীর টাউন হলে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা পলাশ হাওলাদারের নেতৃত্বে সুমন, রাসেল, নবীন, রমজান, ফারিম, সোহেল, রুবেল সহ ১০/১৫ জন স্থানীয় মামুন হাওলাদারের ঘেরে হামলা ভাংচুর চালায়। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়।
হামলা ভাঙচুরে বাধা দিলে মামুন হাওলাদারকেও মারধর করে। এতে কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।
অপরদিকে এ ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আওয়ামী লীগ নেতা পলাশ নিজের ঘর নিজেই ভাঙচুর করে। আহতরা হলেন, কবির মল্লিক, শাহনাজ পারভীন, জাহিদ, মাহবুব, সজিব সহ ৭/৮ জন।
৯৯৯ এ খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এক পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ।
এদিকে মামুন হাওলাদারের ঘেরে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে মোহাম্মদপুরের সাধারণ মানুষ। শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর টাউন হলের সামনে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়।