মাঠে ঘাস কাটার বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে বজ্রপাতে বেল্লাল খান (৩২) নামে এক কৃষকের মৃত্যু হযেছে। বেল্লাল এই গ্রামের মোঃ আতাহার খানের ছেলে।
জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন পশ্চিম আমজনী গ্রামের বাসিন্দা মো. বেল্লাল খান রবিবার দুপুর পৌনে ১১ টার দিতে নিজের গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। মাঠে ঘাস কাটার সময় আকস্মিক বজ্রপাতে বেল্লাল মাঠের পানির মধ্যে লুটিয়ে পড়ে।
দূর থেকে অনা আরেক একজন কৃষক এই ঘটনা দেখতে পেয়ে কাছে এসে দেখেন তার শরীর ঝলসানো এবং অজ্ঞান অবস্থার পানির মধ্যে পরে রয়েছেন। তাৎক্ষনিক তাকে স্বজনদের সহযোগিতার উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকিৎিসার জন্য নিয়ে আসেন।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, হাসপাতালে আনার আগেই বেল্লালের মৃত্যু হয়েছে।