রহমাতুল্লাহ’র উদ্যোগে হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জুন ০২ ২০২৫, ১৫:৫৮

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৪দিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে গতকাল সোমবার দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউস্থ সংবাদপত্র হকার্স ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও ঈদুল আযহার উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র উদ্যোগে হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্ব-নির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।

সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার জমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, শ্রমিক কল্যান ফেডারেশনের বরিশাল মহানগর সভাপতি শিক্ষক মিজানুর রহমান, কোতয়ালী সভাপতি মাহামুদুল হাসান কামাল, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-সভাপতি আবুল কালাম কালু, সাবেক সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ মো. শাহিন হাওলাদার, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম, এমএম নিউজ এজেন্সির মহসিন মিয়া, আলম বুক স্টলের ম্যানেজার মো. জালাল হোসেন, এম রহমান নিউজ এজেন্সি’র ম্যানেজার কৃষ্ণ দাস, মহানগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তারেক সোলায়মান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ চৌধুরী প্রমুখ।