আমতলীতে বজ্রপাতে একজন নিহত

জুন ০৪ ২০২৫, ১৯:৩২

আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ৬ নং আমতলী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লোচা গ্রামের মো, আকতার খানের ছেলে মো, বেল্লাল হোসেন( ২৪) ১ জুন বরিবার আনুমানিক বেলা ১২ ঘটিকায় সময় নিজ বাড়ী পাশে গরু কে ঘাষ খাওয়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। মৃত্যু বেল্লাল হোসেন এলাকার সভ্য শান্ত ছেলে হিসেবে ছিলেন বলে এলাকায় চলছে শোকের মাতম।