পটুয়াখালীতে আ.লীগ নেতা তসলিম সিকদার গ্রেফতার

জুন ১৯ ২০২৫, ২০:১২

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা তসলিম সিকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহীদ আলাউদ্দিন শিশুপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন যুগান্তরকে জানান।

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, তসলিম সিকদারকে একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।