মৌসুমী বায়ুর প্রভাবে অতিভারী বৃষ্টি অব্যাহত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্যের কারণে আবহাওয়া ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় রেকর্ড ১৩৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন।
কলাপাড়া উপজেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক স্থানে মাছের ঘের ও পুকুর ভেসে গেছে, চাষিদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর পটুয়াখালী পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দিয়েছে।
পাশাপাশি, সমুদ্রের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে সব মাছধরা ট্রলার ও নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উপকূলীয় মানুষজনের মধ্যে আশঙ্কা বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।