বরিশালে ছাত্রদলের তিন দাবী পূরণে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম

ডিসেম্বর ০৮ ২০২৪, ১৭:৫১

স্টাফ রিপোর্টার : সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরনদী প্রতিষ্ঠা এবং বাসযোগ্য বাংলাদেশ” প্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়। রোববার সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয়, উপজেলা পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ দাবী করা হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম।

এছাড়া গৌরনদীকে মাদকের নরকভমিতে পরিণতকারীদের গ্রেপ্তার এবং ঢাকা -বরিশাল ব্যস্ততম মহাসড়কের জনাকীর্ণ জায়গা থেকে সকল বাস কাউন্টার সরিয়ে সরকারিভাবে স্থায়ী বাস টার্মিনাল করতে হবে।