মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী বাজারে সৌদি প্রবাসী হালিম হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়েছে। এর প্রতিবাদ করতে গিয়ে ওই প্রবাসী ও তার স্ত্রী আহত হয়েছে।এরমধ্যে হালিম হাওলাদারকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ৯ টার দিকে ব্যক্তিগত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষরা এ হামলা চালায়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, টিয়ারখালী বাজারে ডিসিআরকৃত একটি ভিটি নিয়ে স্থানীয় আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে নিপা ও দিপার সাথে হালিম হাওলাদারের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম কাগজপত্র পর্যালোচনা করে সুষ্ঠু সুরাহা প্রদান করেন।এ সময় নিপা ও দিপা গংদের অভিযোগের তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই আলমগীর হোসেন
উপস্থিত ছিলেন। কিন্তু নিপা গং এসিল্যান্ড কর্তৃক প্রদত্ত সুরাহা না মেনে থানা পুলিশের মাধ্যমে ওই প্রবাসীকে হয়রানির চেষ্টা করে। একপর্যায়ে ঘটনার দিন সোহাগের নেতৃত্বে ২০/২৫ জন বহিরাগত সন্ত্রাসী দোকানঘর লুটপাট ও হামলা চালিয়ে দুর্বৃত্তায়ন ঘটায়।
নিপা আক্তারের দাবি,গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আকন দোকান ঘরটি তালা দিয়ে চাবি তার জিম্মায় রেখেছে।শালিস ব্যবস্থা করে সুষ্ঠু সুরাহা দেওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।