আজ থেকে চালু হচ্ছে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম

জুন ২৫ ২০২৫, ২২:৫৪

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১৫ বছর পরে আজ থেকে চালু হচ্ছে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম। বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ৫ম ও ৬ষ্ঠ তলায় এ কার্যক্রম চালু হবে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন বলেন, মেট্রোপলিটন চালুর দীর্ঘ ১৫ বছরের আশা-আকাঙ্খা বাস্তবায়ন হতে যাচ্ছে। জেলা জজ আদালতে মামলার চাপ কমে যাবে। পাশাপাশি দ্রুত ন্যায় বিচার পাবে বিচারপ্রার্থীরা।

জানা গেছে, গত ২ জুন বরিশাল মহানগর দায়রা জজ আদালতে বিচারক (প্রধান জজ) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মীর মোঃ এমতাজুল হক কে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের তিনজন জজ সহ ১১ জনকে নিয়োগ দেয় বিচার বিভাগ। এরা হলেন, অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: হুমায়ুন কবীর, প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ মোঃ শিবলী নোমান খান, দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোঃ ইউসুফ আব্দুল্লাহ, আদালতের নাজির মোঃ বদরুল হাসান, বেঞ্চ সহকারী মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ আল আমিন, প্রধান তুলনা কারক মোঃ জাহিদুল ইসলাম, রেকর্ড কিপার মোঃ আলমগীর হোসেন ও সাটলিপিকার মোঃ সাইদুল ইসলাম চৌধুরীকে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মানব পাচার ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এস. এম সরোয়ার হোসেন বলেন, বরিশাল মহানগর দায়রা চালু হাওয়ায় দ্রুত ন্যায় বিচার পাবে নগরবাসী। পাশাপাশি মামলার চাপ কমবে জেলা আদালতে।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চসহকারী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, প্রথম দিনে মিস কেসগুলো আমলে নিবেন মহানগর দায়রা জজ আদালত।