বরিশালে হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ জসীম আকন বাঘিয়া গ্রামের আশরাফ আকনের সন্তান।
মঙ্গলবার (১ জুলাই) রাত আড়াইটায় এয়ারপোর্ট থানাধীন রাজ্জাক খান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।এয়ারপোর্ট থানার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।
অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল আমিন নাইম নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী।