ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ০১ ২০২৫, ২১:৫৬

ভোলা প্রতিনিধি : ভোলায় পুকুরে ডুবে জুমাইরিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুমাইরিয়া ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মো. ইয়াছিনের মেয়ে।

তার বাবা জানান, সকাল আনুমানিক ৯-১০টার দিকে পরিবারের অগোচরে ঘর থেকে জুমাইরিয়া বের হয়ে পুকুরের পানিতে পরে যায়।

পরে দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সবাই। এরপর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।