প্রভাবিত হয়ে হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় দুই তদন্ত সংস্থা

ডিসেম্বর ১০ ২০২৪, ১৫:২৪

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

স্টাফ রিপোর্টার !! পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তিন সন্তানের জননীকে হত্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবার। গতকাল মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে তিন সন্তানের জননী আছমা আক্তারের বোন মোসাম্মৎ মোরশেদা বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানান।

সংবাদ সম্মেলনে মোরশেদা বেগম বলেন, ২০১২ সালে তার ছোট বোন আছমা আক্তারের সাথে গলাচিপা থানার গ্রামর্দ্দন গ্রামের হানিফ খানের ছেলে শাহিন খানের সাথে বিবাহ হয়। বিবাহের সময় শাহিনকে স্বর্ণালংকার নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ তার বোনকে তুলে দেন। এরপর তাদের সংসারে এক ছেলে ও দুইটি মেয়ে জন্মগ্রহণ করেন।

২০২০ সালে শাহিন খান সৌদি আরব যাওয়ার জন্য তিন লাখ টাকা দাবি করেন স্ত্রী আছমা আক্তারের কাছে। টাকা না দেয়ায় শাহিনের বাবা মা বোন চাচা চাচিদের কু পরামর্শে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। পরে বোনের সংসারের কথা চিন্তা করে তিন লাখ টাকা দেয় আছমার ভাই ও বোনেরা।

২০২৩ সালের ২৯ অক্টোবর মোরশেদা বেগমকে আসমার শ্বশুরবাড়ির আশরাফ বিশ্বাস নামে এক ব্যক্তি ফোন দিয়ে জানান তার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মোরশেদা বেগম গলাচিপা থানায় গিয়ে তার বোনের লাশ পায়।

এরপর ২০২৩ সালের ৮ নভেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন মোরশেদা বেগম। মামলাটি তদন্ত করতে গিয়ে গলাচিপা থানার এস আই মাহতাব হোসেন আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয় পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণ করে ফাইনাল রিপোর্ট দেয়। পরে চূড়ান্ত প্রতিবেদনে না রাজি দিলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই মামলাটি তদন্ত করতে গিয়ে আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তারাও ফাইনাল রিপোর্ট দেয়।

পিভিআর রিপোর্টে না রাজি দিলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। মামলাটি বর্তমানে সিআইডির ইন্সপেক্টর বিপ্লব মিস্ত্রি তদন্ত করছেন। মোরশেদা বেগম সিআইডিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।