তজুমদ্দিনে ইসকনকে নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

নভেম্বর ২৯ ২০২৪, ২২:৩৭

তজুমদ্দিন প্রতিনিধি!! চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নির্মমভাবে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরীকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবীতে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা।

শুক্রবার (২৯ নভেম্বর) আছর বাদ শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ এলাকায় এ সমাবেশের আয়োজন করেন যৌথভাবে তজুমদ্দিন তারেক রহমান ঐক্য পরিষদ ও খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখা।

পরে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয়। ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ইসকন জঙ্গী স্বৈরাচারের সঙ্গী, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, ইসকনের দালালেরা হুশিয়ার সাবধান এমন সব স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের।