উজিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু কর্মী সভায় জনতার ঢল

শাকিল মাহমুদ বাচ্চু : উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু নির্বাচনী প্রস্তুতিত কর্মী সভায় সাধারন মানুষের ঢল নেমেছে। গত ২দিন দুটি ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ওটরা ইউনিয়ন ও সাতলা ইউনিয়নের কর্মী সভায় ব্যাপক উপন্তিতি হওয়ায় তার সমার্থক ও কর্মী বাহিনী বেশ উজ্জিবীত হয়েছে। নির্বাচনকে সমনে রেখে আরও ৭টি ইউনিয়নে কর্মী সভার প্রস্তুতি নেয়া হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার বিকালে সাতলা ইউনিয়ন আ’লীগের কার্য্যলয়ে কর্মী সভায় সভাপত্বি করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন ওই কর্মী সভাটি জনসভায় রুপান্তিরিত হয় দলের নেতাকর্মীদের সাথে সাধারন মানুষ উপস্তিত হওয়ায় সভাটি একটি নির্বাচনী জনসভায় রুপ নেয়। পরদিন শনিবার সন্ধ্যায় ওটরা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক রাড়ীর সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সমার্থনে আয়োজিত কর্মী সভাটিতে সাধানর মানুষের জন¯্রােত ঘটে। ওই সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বেশ কয়েকজন ইউপি সদেস্যরা উন্নায়নের প্রয়োজনে পুন:রায় আব্দুল মজিদ সিকদার বাচ্চুকে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সমার্থন দেয়। ওটরা ইউনিয়নের কর্মী সভাটিও জনসভায় পরিনত হয় । সভা দুটিতে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা উজিরপুর উপজেলা আ’লীগের সহ সভাপতি জেলা পরিষদ সদেস্য অশোক হালদার বর্ষিয়ান নেতা আব্দুল হাকিম স্যানমত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বড়াকোঠা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক এড. সালাউদ্দিন সিপু পৌর আওয়ামী লীগের সভাপতি তাপষ রায়, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর অসিম ঘরামী, উজিরপুর দূর্নিতী দমন কমিসনের সভাপতি অশোক রায় উজিরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শহিদুল ইসলাম , উপজেলা মেম্বর এসিশোনের সভাপতি অশ্রাব রাড়ি,কাউন্সিলর আখি শেখ কাউন্সিলর সামসুন নাহার সিমা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু সাথে সংহতি প্রকাশ করে তার পক্ষে নির্বাচনে মাঠে কাজ করার জন্য বক্তাব্য রাখেন। চেয়াম্যান প্রার্থী অব্দুল মজিদ সিকদার বাচ্চু বলেন আওয়ামী লীগের দখিনের অভিবাবক আবুল হাসানত আবদুল্লাহ কারনে তিনি উপজেলা চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করেছেন সতাতার সাথে দায়িত্ব পালন করেছেন এলাকার উন্নায়ন করেছেন সে কারনে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি উজিরপুরের আওয়ামীগের নেতাকর্মীদের ত্যাগের মূল্যায়ন হিসাবে সাধারন মানুষের সাথে সু সম্পার্ক রেখে উজিরপুর উপজেলাকে সন্ত্রাস মুক্ত করেছেন । আগামী ৫ জুনের নির্বাচনে জনগন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উজিরপুরকে তিনি উন্নায়নের মডেল হিসাবে রুপান্তরিত করবেন। ৫ বছরে উজিরপুর উপজেলা জুড়ে দৃস্যমান উন্নায়নের দিক তুলে ধরলে সাধারন মানুষ তার মূল্যায়ন করবেন।