নলছিটিতে খেলতে গিয়ে খালে পড়ে প্রাণ গেল শিশুর

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে খালে পড়ে আদুরী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার জসিম হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার সময় পরিবারের অজান্তে আদুরী বাড়ির পাশের খালে পড়ে যায়। টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খাল থেকে তুলে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।