ভোলায় স্বেচ্ছা‌সেবক লী‌গ নেতা গ্রেপ্তার

মে ১৫ ২০২৫, ১৯:৪৫

ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় মো. জয়নাল আবেদীন (৩৭) না‌মে এক স্বেচ্ছা‌সেবক লী‌গের নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল আবেদীন ভোলার মনপুরা উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের কাঞ্চন হাওলাদা‌রের ছে‌লে। সে ইউনিয়‌ন স্বেচ্ছা‌সেবক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবীর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবা‌দের ভিত্তি‌তে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় মামলা তাকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত. গত বছরের ৫ মার্চ পু‌লি‌শের ওপর হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় পু‌লিশ বাদী হ‌য়ে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রা হয়।