স্কুলের মাঠে সড়ক নির্মাণ, শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকিতে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে নির্মিত হচ্ছে একটি পাকা সড়ক। দীর্ঘদিন এলাকাবাসীর চলাচলের কারণে কাঁচা পথটি ধীরে ধীরে আধা পাকা রূপ নিলেও এবার সেখানে ১০ ফুট প্রশস্ত পাকা সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শৌলজালিয়া খেয়াঘাট থেকে সোনার বাংলা পর্যন্ত সড়কটি বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে চলে গেছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও পাঠদানে ব্যাঘাত ঘটবে। যানবাহন চলাচলে ঘটতে পারে দুর্ঘটনাও।
তারা আরো জানায়, বিদ্যালয় প্রতিষ্ঠার সময় এই সড়কটির কোনো অস্তিত্বই ছিল না। স্থানীয় লোকজনের হাঁটাচলার কারণে স্কুল মাঠের মধ্য দিয়ে একটি সরু পথ তৈরি হয়। কিন্তু এখন সেই পথেই প্রশস্ত সড়ক তৈরি হচ্ছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, আমরা ক্লাসে ও খেলাধুলায় অসুবিধা। সড়কের কাজের জন্য ইট বালু রড় পাথর নিয়ে স্তুপ করে রাখা হয়েছে।
তার সহপাঠী বিথীকা রাণী বলেন, আগে আমাদের একটা ছোট্ট মাঠ ছিল। এখন সেটাও চলে যাচ্ছে। খেলার তো সুযোগই নেই, বরং সবসময় দুর্ঘটনার ভয় কাজ করে।
নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজ বলেন, আমাদের মাঠ থেকে এই সড়কের অপসারণ চাই। বিদ্যালয়ের পেছনে খালি জায়গা রয়েছে—সেখানে বিকল্প রাস্তা নেওয়া সম্ভব। সরেজমিনে পরিদর্শন করলে সবাই বিষয়টি স্পষ্ট বুঝতে পারবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুল আলম খান বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার সময় এখানে কোনো রাস্তা ছিল না। এলাকাবাসীর হাঁটার কারণে একটা কাঁচা পথ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে এখন পাকা রাস্তা বানানো হচ্ছে। ৮ ফুট থেকে ১০ ফুটে উন্নীত করা হয়েছে প্রস্থ। এর ফলে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষক-অভিভাবক মিলে লিখিতভাবে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়ে বিকল্প স্থান দিয়ে সড়ক অপসারণের দাবি জানিয়েছি। ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, প্রতি সপ্তাহের গণশুনানিতে আমি তাদের দাবি শুনে আমলে নিয়ে অভিযোগপত্রটি গ্রহণ করেছি।