ভোলায় পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

মে ২০ ২০২৫, ২০:০৯

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে পুকুরে বিষ প্রয়োগ করে এক মাছচাষির প্রায় আড়াই মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাছচাষি সাইফুল্লাহ আবেদীন বাদল জানিয়েছেন।

গতকাল সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল্লাহ আবেদীন বাদল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন।

বাদল জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলে তিনি মাছের খাবার দিতে পুকুরে যান। তখন বেশ কিছু মাছ ভেসে উঠতে দেখতে পান। পরে পুকুরের সব মাছ মারা যায়। মাগুর, কৈসহ প্রায় আড়াই মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।

বাদল আরও বলেন, ‘কে বা কারা পুকুরে বিষ ঢেলে দিয়েছে, তা আমি নিশ্চিত নই। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ এই ক্ষতি করতে পারে।’

এ বিষয়ে দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান আজ মঙ্গলবার বিকেলে বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার খবর জেনেছি। ভুক্তভোগীকে থানায় একটি অভিযোগ দিতে বললেও তিনি এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।