খালে ভেঙে পড়ল সেতু, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ

মে ২০ ২০২৫, ২০:১১

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার অধীন লতাচাপলী ইউনিয়নে আজ মঙ্গলবার (২০ মে) সকালে একটি সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষ্মীর খালে সেতু ভাঙার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

সেতুটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৫ গ্রামের মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকেরা। জানা গেছে, ২০০৪ সালে সেতুটি নির্মাণ করে এলজিইডি। প্রায় পাঁচ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি পুনর্নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বি বলেন, সেতুটির এপার-ওপারে কলেজ, মাদ্রাসা, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় আছে। সেতুটি ভেঙে পড়ায় শত শত ছাত্রছাত্রী ও হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেতুটি পুনর্নির্মাণ করা খুবই জরুরি।

কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ভেঙে যাওয়া এ সেতুসহ উপজেলার ঝুঁকিপূর্ণ পাঁচটি সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।