পটুয়াখালী দুমকিতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

Close up image of human hand holding cable
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: নজরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে) সকল ১০টায় দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া মাঝ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মুরাদিয়ার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নারায়ন ডাক্তারের বাড়িতে পানির লাইন দেওয়ার জন্য মোটরের কাজ করতে যায় নির্মাণ শ্রমিক নজরুল। কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যুর ঘটে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, চৌকিদারের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।