ভালোবেসে বিয়ে, বছর না যেতেই নুসরাতের লাশ উদ্ধার

মে ২৩ ২০২৫, ২০:১৮

বরগুনা প্রতিনিধি : বরগুনায় নুসরাত বেগম (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টার দিকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নুসরাত বেগম চান্দখালী এলাকার মো. বাবু খানের স্ত্রী। বাবু খান চান্দখালী এলাকার শামীম খানের ছেলে। নুসরাতের বাবার বাড়ি জামালপুর জেলায়। তার পরিবারের কারও কোনো তথ্য এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ। নুসরাতের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় নুসরাতের সঙ্গে গত বছরের ৩ আগস্ট পরিচয় হয় এসি মেকানিক মো. বাবু খানের। এরপর তারা ১৮ আগস্ট বিয়ে করেন। বিয়ের পর থেকে নুসরাতের সঙ্গে তার বাবা মায়ের যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার বিকেল নুসরাত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে তার শ্বশুর বাড়ির স্বজনরা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করেছি আমরা। শুক্রবার তার মরদেহের ময়নাতদন্ত হবে। নুসরাতের বাবার বাড়ির স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।’