কলাপাড়ায় নারী জেলের লাশ উদ্ধার

মে ২৭ ২০২৫, ১৮:৪০

কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদীতে মাছ শিকারে গিয়ে রওশনারা বেগম (৪৫) নামে এক নারী জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রওশনারা বেগম ওই ইউনিয়নের দ্বিত্তা আবাসনের কাছেম হাওলাদারের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার বিকেল ৪টার দিকে মাছ শিকারে বের হন রওশনারা বেগম। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও রাতভর তার কোনো খোঁজ মেলেনি। পরদিন সকালে নদীর তীরে জাল টানার সময় রওশনা আরা লাশ ভেসে ওঠে। এ সময় তার হাতে জালের দড়ি বাঁধা থাকতে দেখা যায়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, ‘নারী জেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’