বরিশালে পাল্টা কর্মসূচি জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের

জুন ০১ ২০২৫, ১৯:৫৯

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জিএম কাদেরসহ ফ্যাসিবাদিদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি ও গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) বিকেল সাড়ে ৪টায় অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেম করে গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দরা। বিক্ষোভ সমাবেশে বক্তার বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর তারা গণআধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর নির্বিচারে হামলা করেছে।

জাতীয় পার্টির এই হামলায় গণধিকার পরিষদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় দিলাম, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ শেষে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

এর আগে দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নিজেদের অবস্থান ক্লিয়ার করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগর শাখার আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টি শান্ত সৃষ্টভাবে তাদের কর্মসূচি পালন করছিলো। হঠাৎ করে গণঅধিকার পরিষদের কিছু লোকজন জাপা নেতাকর্মীর ওপর হামলা করে।

এতে তিনিসহ তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। জাতীয় পার্টির নেতাকর্মীর ওপর হামলা করেই ক্ষ্যান্ত হননি তারা। এরপর দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থার দিকে যাবেন বলে জানান অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। সংবাদ সম্মেলনে জাতীয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত শনিবার জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পাল্টা পাল্টি হামলা মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর রেশ ধরেই দুই দল আজ পাল্টা কর্মসূচী পালণ করেছে।