এক‌দিনে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জুন ০১ ২০২৫, ২০:১৫

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের মিরাজ হাওলাদারের ছেলে শনিবার (৩১ মে) হোসেন হাওলাদার (৩) পানিতে ডুবে মৃত্যু বরন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ হাওলাদারের ছোট ছেলে পরিবারের অগোচরে শনিবার (৩১ মে) কোনো একসময় বাড়ির পিছনের পুকুরে পরে যায়। পরে খোজাখুজি করতে করতে হোসেনকে পুকুর ভাসতে দেখতে পেয়ে তার মা নাজমা চিৎকার করে পানিতে ঝাপিয়ে পরে শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা মিলে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে শিশুটিকে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।

এদিকে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উওমপুর গ্রামে নিখোঁজের চারদিন পর মো. হামিদুল ইসলাম হাওলাদার (১০) নামের এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হামিদুল ওই গ্রামের মো. সাগর হাওলাদারের ছোট ছেলে।

রাজাপুর থানা সূত্রে জানা যায়, গত ২৭ মে বিকেল থেকে হামিদুল নিখোঁজ ছিল। পরদিন ২৮ মে তার পরিবার রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার (৩১ মে) দুপুরে স্থানীয় কিশোর শফিকুল ইসলাম তার বন্ধুদের সঙ্গে খালে কলাগাছের ভেলা ভাসাতে গিয়ে খালপাড়ে শিশুটির মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”