বরিশাল মহানগর দায়রা জজ নিয়োগ

জুন ০২ ২০২৫, ২১:৫৭

স্টাফ রিপোর্টার : অবশেষে বরিশাল মহানগর দায়রা জজ আদালতে বিচারক (প্রধান জজ) নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২ জুন) এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: হুমায়ুন কবীরকে বরিশাল অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মীর মোঃ এমতাজুল হক কে বরিশাল মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের দায়রা জজ পদটি খালি ছিল। এছাড়া বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো: নাছির উদ্দিনকে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলী করা হয়েছে।

১৫ বছর পর চালু হচ্ছে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম

এর আগে বরিশাল মহানগর দায়রা জজ আদালতে প্রথম মহানগর দায়রা জজ মোঃ শিবলী নোমান খান, দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মো: ইউসুফ আবদুল্লাহকে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ফলে মহানগর দায়রা জজ নিয়োগ দেয়ায় বরিশাল মহানগর দায়রা জজ আদালতে বিচারক সংকট থাকলো না।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বরিশালের ছয় জেলা থেকে আরও ২০ জন বিচারককে বদলি করা হয়েছে। অন্যদিকে বরিশালের ছয় জেলায় ১৬ জন বিচারককে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।