আল-আমিন আহ্বায়ক, সদস্য সচিব শাহিন হাওলাদার
আগৈলঝাড়ায় মৎস্যজীবি দলের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ আল-আমিন আকনকে আহ্বায়ক এবং মোঃ শাহিন হাওলাদারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
৩ জুন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল বরিশাল উত্তর জেলার আহ্বায়ক মোহাম্মদ ফারুক খান এবং সদস্য সচিব মোঃ জাকির হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সাংগঠনিক প্যাডে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির মারামত, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম শিপলু, আব্দুর আহাদ রহিম, মোঃ রনি সরদার এবং সদস্য জহর লাল বৈরাগী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মৎস্যজীবি সম্প্রদায়ের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নে তাঁরা সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।