ঝালকাঠিতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

জুন ১৪ ২০২৫, ১৮:৩৮

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও অপরজন ট্রাকের আরোহী। নিহত ট্রাক চালকের নাম মশিয়ার রহমান (৪৫)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের বাসটি দ্রুত গতিতে আসছিল। পথিমধ্যে একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসটি ট্রাকের উপর উঠে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।