টাঙ্গাইল থেকে কাঠের সাইকেল চালিয়ে চরমোনাই মাহফিলে এক যুবক

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৪ ঘন্টা কাঠের সাইকেল চালিয়ে টাঙ্গাইল থেকে চরমোনাই মাহফিলে এসেছেন আবু বকর মিয়া নামের এক যুবক। সোমবার সন্ধ্যায় বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাহফিলের ময়দানে এসে পৌঁছান।
জানা গেছে, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারাংপুর এলাকার বাসিন্দা ওমেদ আলীর পুত্র আবু বকর মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। যাতায়াতের জন্য দৈনিক প্রায় ১০০ থেকে ১২০ টাকা খরচ হয়। আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় প্রায়ই পায়ে হেটে কাজে যেতে হতো, এতে সময় সঠিক কাজে যেতে পারতেন না তিনি। তাই প্রায় ১ বছর ধরে নিজ উদ্যোগে কাঠের সাইকেল তৈরি করেন। তার সাইকেলে চাকা, পেডেল, চেইন বাদে সবই কাঠের তৈরি।
এছাড়াও সাইকেল রয়েছে ব্যাটারি, ব্যাটারি চার্জের জন্য সামনে পেছনে সোলার, সাউন্ড বক্স, মোবাইল হোল্ডার, ডিজিটাল হর্ন, হেডলাইট ব্যাগ লাইট।
আবু বকর মিয়া, ২০১৯ সাল থেকে চরমোনাই মাহফিলে আসেন। তার মনের ইচ্ছা ছিল এবার নিজের হাতে বানানো কাঠের সাইকেল নিয়ে চরমোনাই মাহফিলে আসবেন।
ইচ্ছা পূরণ করতে সোমবার (২৫ নভেম্বর) ভোর ০৪টার দিকে টাঙ্গাইল থেকে বরিশাল চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে রওনা দেন।
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারাংপুর গ্রাম থেকে দীর্ঘ ১৪ ঘন্টা কাঠের সাইকেল চালিয়ে বরিশালে এসে পৌঁছান আবুবকর মিয়া।
তার সাথে কথা বলে জানা যায়, অত্যাধুনিক সাইকেলটি তৈরি করতে তার নিজ পারিশ্রমিক বাদে প্রায় ২৮ হাজার টাকা খরচ হয়।