পটুয়াখালীতে জেলের চাল নিয়ে ‘চালবাজি’

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৮৭০ জন জেলের নির্ধারিত পরিমাণ চাল না দিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কালাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তালিকাভুক্ত কালাইয়া ইউনিয়নের ৮৭০ জন জেলের প্রত্যেককে এক মাসে ৪০ কেজি করে দুই মাসের মোট ৮০ কেজি চাল দেওয়ার কথা। আজ শনিবার কালাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ওই চাল দেওয়া হয়।
জেলেদের অভিযোগ, তাদেরকে ৪০ থেকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়। বাকি চাল বিএনপি ও জামায়াত নেতারা ভাগ করে নিয়ে গেছেন।
চাল বিতরণের দায়িত্বে থাকা উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, বিএনপি ও জামায়াত নেতারা সমন্বয় করে তালিকাভুক্ত জেলেদের ৬০ কেজি করে চাল দিয়েছেন। বাকি চাল তালিকায় যেসব জেলেদের নাম নাই তাদের দেওয়া হয়েছে।
কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ বলেন, বিএনপি-জামায়াতের দাবি জেলেদের তালিকায় সব আওয়ামী লীগের জেলেদের নাম।
এ কারণে বিএনপি ও জামায়াতের নেতারা সমন্বয় করে চাল বিতরণ করেছেন। সব জেলেই চাল পেয়েছে বলে তিনি দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, বিএনপির তিন পক্ষ (শহিদুল আলম, ফারুক আহম্মেদ ও মুনির হোসেন) ৩০ কেজি ওজনের ৪৮০ বস্তা ও জামায়াত ৩০ কেজি ওজনের ৬০ বস্তা চাল নিয়েছেন।
কালাইয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. হাসনাইন সত্যতা স্বীকার করে বলেন, তারা তালিকা করে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রকৃত গরিব জেলেদের মাঝে চাল বিতরণ করেছেন।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।’