বরগুনায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৪

বরগুনা প্রতিনিধি : বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাবেয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল পাঁচটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি বরগুনা সদর উপজেলা বুড়িরচর ইউনিয়নে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ এ।
রাবেয়ার পুত্রবধূ মনোয়ার বেগম বলেন, ‘গত দুদিন ধরে তার জ্বর ছিল। শনিবার (২১ জুন) তার ডেঙ্গু পজেটিভ আসে। এরপর আজ সকালে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকেলে তিনি মারা যান।’
এছাড়া জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৯ জন। আর চিকিৎসাধীন আছেন ২২১ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮৪ জন।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া নামে একজেনর মৃত্যু হয়েছে। তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮৪ জন রোগী।