খণ্ড খণ্ড জলাশয়ে পরিনত লালমোহন পৌরসভা

জুন ২৩ ২০২৫, ১৮:৫১

ভোলা প্রতিনিধি : দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় ও পানি নিষ্কাশনের ড্রেনের অভাবে চরম ভোগান্তির মধ্যে রয়েছে ভোলার লালমোহন পৌরসভার বাসিন্দারা। সড়ক নয় যেন খণ্ড খণ্ড জলাশয়ে পরিণত হয়েছে। ড্রেনের অভাবে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় পৌরসভার অধিকাংশ এলাকা। রাস্তাজুড়ে খানাখন্দগুলো বৃষ্টির পানিতে টইটুম্বুর করে।

লালমোহন পৌরসভার লঞ্চঘাট সড়ক দিয়ে তিনটি ওয়ার্ডের কয়েক হাজার মানুষের চলাচল করতে হয়। সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এ রাস্তাজুড়ে সৃষ্টি হওয়ায় বড় বড় গর্তগুলোতে সব সময় ২ থেকে ৩ ফুট পানি জমে থাকে। হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি পানির ডোবা।

ট্রাকচালক আবদুল মান্নান জানান, পানিতে বড় চাকার যানাবহন (ট্রাক) ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও রিকশা-সাইকেলে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির শেষ নেই। প্রায়ই দুর্ঘটনা ঘটছে ওই সড়কে।

স্কুলশিক্ষক মিজানুর রহমানসহ উপস্থিত অনেকের ভাষ্য, এখন পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না ওই রাস্তায়। দুই দশকের বেশি সময় ওই সড়কটি সংস্কার করা হয়নি। দিন দিন যা মরণকূপে পরিণত হচ্ছে। একটি রাস্তার অভাবে শিক্ষাসহ উন্নয়ন থেকে থেকেই পিছিয়ে পড়ছেন ৩ ওয়ার্ডের বাসিন্দারা।

ভোগান্তির শেষ নেই কাঁচাবাজার ও মাছ বাজার সড়কে চলাচলকারীদের। সংস্কারের অভাবে সব সময় কাদাপানি জমে থাকে এ রাস্তার ওপরে। ব্যবসায়ীদের পণ্য আনা নেয়া আর নিত্য প্রয়োজনীয় মালামাল কিনতে আসা ক্রেতারা প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়।

কাঁচা মালামাল বিক্রেতা আবদুল মতিনের অভিযোগ, রাস্তার দুরাবস্থার কারণে তারা ক্ষতির মুখে পড়েছেন। ক্রেতা হেলাল উদ্দিন জানান, মোটরসাইকেল নিয়ে ওই সড়কে যাওয়া যায় না। দ্বিগুন ভাড়া দিয়েও সময় মতো রিকশা পাওয়া যায় না। উত্তার বাজার থেকে মূল সড়কের সঙ্গের লিংক রোডটি চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। একই চিত্র স্বনির্ভর রোড, করিম রোড, কলেজ পাড়াসহ পৌরসভার অর্ধেকের বেশি রাস্তা।

পৌরসভার তথ্য অনুযায়ী, লালমোহন পৌরসভায় ৪৮ কিলোমিটার পাঁকা রাস্তার মধ্যে ২০ কিলোমিটারই চলাচলের অযোগ্য। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চলমান বর্ষায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সহ বহু ঘরবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

তবে বাসিন্দাদের দুর্ভোগ লাগবে শিগগিরই সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ শুরুর কথা জানিয়েছেন পৌর প্রশাসক মো. শাহ আজীজ। তিনি জানান, একটি রাস্তা এরইমধ্যে টেন্ডার প্রক্রিয়াধীন আছে। পৌরসভায় তিনটি প্রকল্প চলমান আছে। ওইসব প্রকল্পের আওতায় সড়ক ও ড্রেন সংস্কারের কাজ করা হবে। ৩৯৬ বর্গ কিলোমিটার লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডে প্রায় ৩ লাখ মানুষের বসবাস।