উজিরপুরে তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ কৃষকের

স্টাফ রিপোর্টার : বরিশালের উজিরপুরে নিখোঁজ হওয়া কৃষক কাজী আবু তালেব (৫০) এর সন্ধান মেলেনি তিন দিনেও। আর এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। এরই মধ্যে এ ঘটনায় নিখোঁজের স্ত্রী ঘটনার পরের দিন ২২ জুন উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ কৃষক কাজী আবু তালেব উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মৃত কাজী আহাম্মত আলির ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জুন কাজী আবু তালেব বাড়ি থেকে জয়শ্রী বাসস্ট্যান্ডে যায়। রাত ৯ টা থেকে ১০ টার মধ্যে স্থানীয় সাজু পাম্পের দিকে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি।
প্রাথমিকভাবে স্থানীয়দের কেউ কেউ পরিবারকে জানিয়েছে বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে পাম্পের দিকে যাওয়ার পথে আবু তালেবকে দুর্বৃত্তরা মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। আর এরপর থেকেই কাজী আবু তালেব নিখোঁজ রয়েছে।
এদিকে নিখোঁজের স্ত্রী পলি বেগম জানান, নিখোঁজের পর আবু তালেব তার মোবাইল ফোন থেকে সাবেক ইউপি সদস্য মো: ফেরদৌস হাওলাদারকে কল দিয়েছিল।
আর ফেরদৌস হাওলাদার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, আবু তালেব ফোনে তাকে মাইক্রোবাসে নিয়ে যাওয়ার কথা বলার পর থেকেই মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। তিনি পুরো বিষয়টি আবু তালেবের পরিবারকে তাৎক্ষণিক জানিয়েছেন।
এদিকে পলি বেগমসহ পরিবারের অন্য সদস্যরা আবু তালেবকে খুঁজে না পাওয়ায় আতঙ্কে থাকার কথা জানিয়েছেন। তারা আবু তালেবকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করেছেন।