২৫৫০০ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেলো কারবারি

কলাপাড়া প্রতিনিধি !! পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাগ ভর্তি ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার নিজামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, অভিযান টের পেয়ে মাদক কারবারি ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত ইয়াবা মাহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।