মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে মাদকবিরোধী সভা করা হয়।
বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস.এম.মনজুর-এ-এলাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। এছাড়াও সভায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা,গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার ওপর জোড় দিতে হবে। মাদকদ্রব্যের অপব্যবহার আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এই সমস্যা সমাধানে আমাদের সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে মাদকবিরোধী প্রচারণায় অবদানের জন্য বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।