গ্রাম আদালত উন্নত হলে চাপ কমবে আদালতে

স্টাফ রিপোর্টার : গ্রাম আদালত আরো উন্নত হলে চাপ কমবে আদালতে”। এজন্য তৃণমূলসহ সর্বস্তরে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে সাধারণ মানুষ পারিবারিক ও সামাজিক বিষয়গুলো সমাধানে গ্রাম আদালতের মাধ্যমে নিরসনে উদ্বুদ্ধ হবে। এতে উচ্চ আদালতে মামলার চাপ কমবে।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা এ মতামত ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সরকার পরিচালক অতি: ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার শরিফ উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার,বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান সহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলার উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালতের বরিশাল জেলার অগ্রগতি উপস্থাপনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক কমল ব্যনার্জী। উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালত বিষয়ে প্রশ্নে অনুষ্ঠানের সভাপতি উত্তর দেন এবং গ্রাম আদালতকে আরো গতিশীল করতে উপস্থিত অংশগ্রহণকারীদের থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে বরিশাল গ্রাম আদালতের কার্যক্রম চিত্র তুলে ধরা হয়।