কলাপাড়ায় ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ইউসুফ উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৬ জন। বর্তমানের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭ জন। জেলার ডেঙ্গুর হটস্পট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান, বেড ও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে।
ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ হোসেন খান লেলীন বলেন, ‘আমাদের হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে। তবে জনবল ও বেড সংকটে কিছুটা সমস্যায় পড়ছি। আবার অনেক রোগী বাড়ি থেকে দেরি করে আসেন, তখন জটিলতা বেড়ে যায়। তাই দ্রুত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য সচেতন হওয়া জরুরি।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ছাড়া এই রোগ মোকাবেলার আর কোনো বিকল্প নেই। তাই জ্বর হলেই দ্রুত পরীক্ষা করানো এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’